প্রতিষ্ঠানের ইতিহাস


সংক্ষিপ্ত পটভূমি

১৯৭১ইং সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতার শিকার কুলকান্দিতে একই সাথে টিকে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১১ জন ও একজন মেধাবী ছাত্রকে  জামালপুরে ধরে নিয়ে গিয়ে হত্যাকরা সহ  সর্বোমোট ১২ জন শহীদ হন । আমরা সকল শহীদ গণের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।  নিম্নে শহীদ গণের নামের তালিকাঃ-

 ১। ডাঃ মোঃ হাসিবুর রহমান ফারুক ।

২। মোঃ আমিনুর রহমান কায়সার ।

৩। মোঃ ফয়জুর রহমান শাহজাহান ।

৪। মোঃ মীর আব্দুল হামিদ  ।

৫। মোঃ মুরাদ আলী খান ।  

৬। মোঃ তছর আলী ।

৭। মোঃ তালেব আলী ।

৮। মোঃ শামছুল হক ।

৯। মোঃ নুরু খান ।

১০। মোঃ আব্দুস সামাদ খান ।

১১। মোঃ মীর আব্দুস সামাদ  ।

১২। মোঃ হারুন অর রশীদ খান ।

সকল শহীদদের পবিত্র রক্তের ঘ্রান শুকিয়ে না যেতেই , জনাব তমছের খান  (টি. কে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা)  এর সুযোগ্য সন্তান জনাব আজাহার আলী খান সাহেবের প্রস্তাবে কুলকান্দি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় ১২ জন  শহীদের স্মৃতির স্বরণে ১৯৭২ সালে রুপ লাভ করে “ শহীদ স্মৃতি আব্দুল বারিক সরকার  (এ. বি. এস) উচ্চ বিদ্যালয়”। প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ দানবীর , উদার মনের মানুষ জনাব মোঃ আব্দুল বারিক সরকার তার নিজস্ব অর্থায়নে ৩ বৎসর শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ভাতাদি প্রদান করেন । প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ মোবারক হোসেন খান , সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃনজরুল ইসলাম খান, জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক, জনাব মোঃআব্দুল কদ্দুস খান, জনাব মোঃ মোজাহার আলী,জনাব মোঃ মুসলেম উদ্দীন,বীরমুক্তিযোদ্ধা এস.এম মোমতাজ উদ্দীন সহ আরোও কয়েকজন সহকারী শিক্ষকবৃন্দের দ্বারা দক্ষতা ও আন্তরিকতার সহিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রস্ফটিত গোলাপের ন্যায় ইসলামপুর উপজেলায় শিক্ষার আলো ছড়াতে থাকে।

 ঠিক সেই সময়ে রাক্ষুসী যমুনার করাল গ্রাসের শিকার হয়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি নদীর গর্ভে চলে যাওয়ায় প্রতিষ্ঠাতা জনাব মোঃ আব্দুল বারিক সরকারের সার্বিক সহযোগতিায় তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক সাহেবের নেতৃত্বে কুলকান্দি দক্ষিণ পাড়ায় প্রতিষ্ঠানটি পূনঃস্থাপন করা হয়।বছর ঘুরতে না ঘুরতেই ১৯৮৫ সালে ২য় বার প্রতিষ্ঠানটি নদী ভাঙ্গনের শিকার হওয়ায় কুলকান্দি খান পাড়ায় টিনশেড ঘর নির্মাণ করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়।

১৯৮৯ সালে কুলকান্দি খানপাড়া সর্বগ্রাসী যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ায়  ৩য় বারের মতো নদী ভাঙ্গনের শিকার হয়ে প্রতিষ্ঠানটি বেহাল অবস্থায় পড়ে যায়। সেই সময় কুলকান্দি পূর্বপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের এবং এলাকাবাসীর দাবীতে প্রতিষ্ঠাতা জনাব মোঃ আব্দুল বারিক সরকার সাহেব প্রয়োজনের তাগিদে কুলকান্দি পূর্বপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে প্রতিষ্ঠানটি স্থাপন করার সম্মতি প্রদান করেন। এবং এখানেই পূনঃস্থাপন করা হয়। অদ্যবধি প্রতিষ্ঠানটি একাডেমিক সহ যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে ।

Scroll to top